ব্যথায় বুক ভেঙে আসে
ব্যথা তাই দেখে খুব হাসে।


ত্রাসে বুক জড়ো জড়ো
ত্রাস শাসায় চোখ করে বড়।


বিচ্ছেদে শুধু অশ্রু নামে
বিচ্ছেদ আনন্দে মাতে গানে।


ভালোবাসার ভীষণ অসুখ
সে বলে,'হেথা কবে ছিল সুখ'?  


খোঁজা কেন মনের মানুষ?  
মেলে কি দিলেও ঘুষ?


আশ্বাস দেয় অমর "প্রেম"আমার
যুগান্তরের রীতি বজায় রাখার---