বিশাল আকাশে যখন একটা বড়ো চাঁদ ওঠে
বেড়ার চাঁছের ফাঁক দিয়ে রজত ছটা ঢুকে পড়ে,
ঠিক যেন জোনাকির মতো খেলা করে যায় আমার
এঁদো শয্যার উপরে---


বিড়াল আর সারমেয়র ছানারা বেহুঁশ হয়ে ঘুমিয়ে
থাকে ছোট্টো খোকাবাবুর পাশে---


আমার "সে"একটাও কথা বলে না, মাথাও নাড়ে না
নির্নিমীখে চেয়ে থাকে আমার দিকে,
মাঝে মাঝে দুটো আঙুল ঠোঁটে ঠেকিয়ে আমার দিকে ছুঁড়ে দেয়, আর হাসি গোপন করে---


চাঁদ যখন মধ্য গগনে উঁকি মারে,
খোকা কেঁদে ওঠে দুধ খাবার জন্য,
মেনি ভুলুরও ঘুম ভাঙে, খিদে পায়, কিছু
খেয়ে জ্যোৎস্না জোনাকি আলো ভরা খাটে আবার
ঘুমিয়ে পড়ে,
প্রশান্তির রেশ চুয়ে পড়ে প্রতি মুহূর্তে----


আমাদের নৈশ ভোজন শেষ হলে, চলে
প্রত্যাহিক যামীনির শয্যা উৎসব,
আমরা ভীষণ সুখী এই ভাঙা ঘরে চাঁদের
রুপালী আলো আর মানসিক মত্ততা নিয়ে----