চৈতালি রাত মধুর বাতাস
টাপুরটুপুর ধারা
বুক ভেঙে যায় প্রাণ কাঁদে হায়
তোমায় ডেকে সারা।


ডাহুক ডাকে ডাহুকী কে
হবে মিলন মেলা
চৈতি রাতে অমাবস্যায়
বৃষ্টি দেখায় খেলা।


সারমেয় রা সুর ধরেছে
একটানা কলতান
ঝিঁঝিঁ পোকা ঝিঁঝি রবে
ধরল বাহার গান।


বাঁশ বনেতে পেঁচা ডাকে
হারিয়েছে তার ছানা
তার কান্নায় দুচোখ ভরে
কি আর সান্ত্বনা!


তুমি যদি দূরেই রবে
মনটা কেন দিলে?  
জানি জানি শেষ হবে সব
মিলব সবাই নীলে---


(বিশ্ব কবিতা দিবসে আসরের সকল কবিদের শ্রদ্ধা আর ভালোবাসা জানাই)