গাইতে পারো, "মনে পড়ে কত না দিন রাতি
আমি ছিলেম তোমার খেলার সাথী----"
লেবু ফুলের সুবাস আর কৃষ্ণচূড়ার পথ ধরে তাঁর আঁচল একবার ছুঁয়ে আসি,
দেখে আসি মাধবীলতা বিছানো ছোট্ট সাঁকো টি তেমনই মাতৃভাষায় কথা বলে না কি!
একবার স্মরণ করিয়ে দেয় না কি বোসদের ঝিলের জল,যেখানে মায়ের সরল ভাষায় কত কথাকথি হত বন্ধুদের সাথে---
এখনো কি মা রাঁধে কাতলার পাতলা ঝোল আর সসন্ধ্যেবেলায় প্রদীপ হাতে মা বলে  না কি সহজ মাতৃভাষায় হরিবোল---


মালতী কুঞ্জে বসে মাউথঅরগানে গেয়েছিলে
"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি---"
চলো সেখানেই মাতৃভাষায় আবার বলি, "মাগো তোমায় বড় ভালোবাসি
যেন তোমার ভাষা মুখে নিয়েই বারবার বাংলায় ফিরে আসি-----