মায়ের গর্ভে যতকাল অন্ধকারে ছিলাম
একবারও বুঝিনি আলোক পথের মহিমা,
জন্ম নিয়ে ক্রমে ক্রমে একটু বড় হলাম
তবে মনে হল,এ আলো তো আলো নয়!
বরিষ্ট রা এতো বই পড়ে, আমি পড়িনা!
কেউ স্কুলে, কেউ কলেজে,আর আমি!


শুরু হল একদিন সেই আলোর পথে চলা
সে পরিক্রমা অনেক যোজন পথ,তবে কি যে তার আলোর ছটা,কি যে তার আনন্দ, তা বর্ণিতে আজ আরও ভালো লাগে;
গুরু- আজ যাঁরা টিচার, কত আকাশগঙ্গা ছায়াপথের আলোক বর্ষিকার টিকা লাগিয়ে দিলেন সর্ব অঙ্গে ; জীবন হল মধুময়
জীবন হল ছন্দময়--
তাঁরা বললেন, "চরাতি চরত ভগঃ চরইবেতি" চলো আরও পথ চলো---


(শিক্ষক দিবসে ফেলে আসা সকল টিচারকে
আমার ভক্তি পূর্ণ প্রণাম জানালাম।তাঁর সাথে কবিতার আসরের গুরুজনদেরও প্রণাম জানালাম)