বাজায় সে বাঁশের বাঁশি
মুখে তাঁর সদা হাসি
মনে হয় রবি শশী
হৃদ বলে ভালোবাসি।


নাম তার যমুনা নদী
সদা ব’হে চলে নিরবধি
সেই খানে যাও যদি
পাবে ননি ছানা দধি।


জপে সবে হরি নাম
সে হল বৃন্দাবন ধাম
সবে রাধেরাধে গায় গান
জুড়াবে বিদগ্ধ চিত্ত প্রাণ।


চলো, সেইখানে চলে যাই
যেথা প্রেম ছাড়া কিছু নাই
আজও বাঁশি বাজায় কানাই
মুক্তির দ্বার খুলে হরিহরি গাই।