সেইখানে তে মন টা টানে
সবাই যেথায় ভালো  
সকল কালো ধুয়ে মুছে
জগৎ আলোয় আলো।


সেইখানে তে মন টা টানে
যেথায় ভালোবাসা
অপূর্ণ নয় গো কিছুই
হয় পূর্ণ সকল আশা।


সেইখানে তে মন টা টানে
যেথায় চাষি করে চাষ
সোনার মাটি উগরে দিয়ে
ফসল ফলায় বারমাস।


সেইখানে তে মন টা টানে
যেথায় কচি শিশুর দল
পান্তা বাসী পচা খেয়েও
হাসে খল খল।


সেইখানে তে মন টা টানে
যেইখানে তে প্রেম
দামী সেথায় নেই গো কিছুই
ভালোবাসাই হেম।


(হেম অর্থাৎ সোনা)