চাঁদ যখন হাসে বাতাবী লেবুর ফাঁকে
মনটা তোমার জন্য কেন উদাস হয়ে থাকে!


চাঁদ যখন হাসে দূরে বাঁশের বনে বনে
একাই সময় কাটাই তোমার গানে গানে।


চাঁদ যখন হাসে শাল শিমুলের কোণে
পূরবী রাগ বাজতে থাকে বিরহিত মনে।


চাঁদ যখন চন্দ্রিমা দেয় সর্ব কায়ার মাঝে
কোন সুদূরে হারিয়ে যাই ভাল্লাগেনা কাজে।


চাঁদকে যখন হালকা মেঘে আবছা করে দেয়
শীতল হাওয়ায় নিঠুর জীবন ছন্দ কে হারায়।


আর কতকাল বসে বসে বিরহী গান গাওয়া!
জীবনে আর কিবা আছে,চাওয়া আর পাওয়া।