চার পেয়ে জন্তুটা
নাম তার খরগোশ
নয় তারা মাংসাশী
সহজেই মানে পোষ।
কান দুটো বড় বড়
সব কথা ভালো শোনে
আর কেউ নাই হোক
মালিক কে ভালো চেনে।
শাকাহারী খরগোশ
খায় শাক ফল বিস্কুট
হাবভাব দেখলেই
হবে আদরেতে উৎসুক।
আমাদের বাড়িতে
আছে তারা পাঁচ জন
এমন নিরিহ পশু
কেড়ে নেবে সবা-মন।
যত কিছু তৈরি মাল
পরীক্ষা ওদের উপর
ঈশ্বর কাটিয়ে দিন
অমানুষীক পাপ-ঘোর


( আগামী পরশু বিশ্ব খরগোশ দিবস ।
তার প্রেক্ষিতেই আজ ছড়া লিখলাম)