ছেড়ে যদি দিতে হয়
তবে কেন ধরা!
এ জগৎ শুনেছি যে
প্রেম রসে ভরা---


বেঁধে যদি না রাখি
তবে কেন আপন!
জগদীশ্বর কি
প্রেমে তে কৃপণ?


ফাগুনের এত আলো
তার মাঝে "সে" বসে
ভুবনের যত প্রেম
দি-ই তাঁকে অনায়াসে।


যাঁকে পাশে দিল ঈশ্বর
তাঁকে নিয়ে সুখ চাই
ধন মান সব মেকি  
সত্য প্রেমটাই---


সব ছেড়ে দিতে পারি
তাঁকে ছাড়বনা
হয়নি শেষ এখনো যে  
ফাগুনের বন্দনা।