যে গাছ মিষ্টি ফল দান করে যায়
সে-ই  বেশি ইটপাটকেল খায়।


যে লোক দান দয়া ধর্ম সাথে চলে
তাঁকেই মানুষ, অমানুষ বলে।


ধনী অধিক খেয়ে হজমের তরে ছোটে
দরিদ্র ছোটে, দুটো যদি পেটে জোটে!


আজকাল লোকে বলে, পুরনোকে ভুলে যেতে
ইতিহাসও উঠে যাবে! কৃতঘ্নদের মতে?  


তিনি বলেছিলেন, " সম্ভবামি যুগে যুগে "
আর কবে তাঁর দেখা! সৎ রা মরেযে ভুগে ভুগে।