ছায়া৷ আছে কায়া নেই
মায়া ভরা পৃথিবী
দয়া স্থূল দেহে ঘোরে
প্রেত বিজ্ঞানীর দাবি।
প্রেত জান দিয়ে তাঁরা
মৃত লোক আনে ভবে
কার কি কবে হবে
বলে যায় প্রেত সবে।
প্লানচেটে প্রেত নাকি
তেপায়ার টেবিল কাঁপায়
মিডিয়ম থরে থরে
নানা কথা বলে যায়।
বিশ্বাস অবিশ্বাস সবই
মনের জ্ঞানের ব্যাপার
বড় কবি,গুনি লেখক
পেতেছিলেন প্রেত র‍্যাপার।
লিখলে অনেক বড়
কেউ করবে কি বিশ্বাস?
লেখা আমি দিতে পারি
যদি পাই কারো আশ্বাস।