আমিও ছিলাম ঠিক সেদিন অবৈতনিক শাশ্বত কর্মে ; অভ্যস্ত জীবন যাত্রা থেকে বেরিয়ে এক স্বর্গের খেলা খেলেছিলাম যেন
কিন্তু কার সাথে মনে পড়েনা--
চেনা কথার পর্দা সরে গেছিল সেদিন এক টানে ; না পার্থিব নীরসতা ভিড় করেনি,
আবসাদ গলা জড়িয়ে ধরে একবারও কিস
করেনি; রাতের কালিমা নিদ্রাহীনতার স্যারিঙ্গী বিরহী সুরে একবারও বাজায়নি,
দুপুরের ঘনোছায়া মিঠে রোদ পড়তে বলেছিল প্রেমের নোভেল---


চিত্তবোধের জলাভূমির গলিত এক মোহ
টেনে নিয়ে এসেছিল সর্পিল আঙিনায়,
হ্যাঁ মোহ,কাম, লালসা-রা জিতেছিল,
কিন্তু প্রেমের সুরভিত বহ্নি তপঃক্লিষ্ট হয়ে
জানিয়ে গেছিল, মাটির পৃথ্বি চিরকালই শাশ্বত প্রেমে স্বপ্ন লিপি হয়েই থাকে---


কিন্তু কবিতা থাকে আমার মেয়েটির মতো।