চলে যেতে হবে যখন
কেন মিছে বন্ধন?
কেন খেলাঘর সংসার?
সব একদিন ছারখার।


চলে যেতে হবে যখন
কেন প্রার্থীব ক্রন্দন?
কেন বাক্য "আমার"?
কেন বিত্তেরই হাহাকার?  


চলে যেতে হবে যখন
আসবেই মৃত্যু যখন
তাঁর চরণে সঁপে দাও সব
করো পরমাত্মার স্তব---


(পাশের বাড়ির পরিচিত একজন
অকাল মৃত্যুর কোলে ঢ্লে পড়লেন
বিকেল চারটের সময়। তাঁর মহান আত্মার
চিরশান্তি কামনা করি)