মা বাবার স্নেহ, বন্ধুর আদর
চলো সেই খানেতে যাই
হারানো সব আবার ফিরে পাই---


নেই জটিলতা কূটকচালী
শূধূই হাসি হাসি মুখ
দিবানিশি আনন্দে উৎসুক----


পাকা তেঁতুল আমড়া গাছ
দেবে উৎসাহে হাতছানি
থাকবেনা বাধার শিকল খানি।


নিত্য দিনের কোলাহল
সংসারের খুনসুটি
দেব তাকে চিরদিনের ছুটি।


বোস পুকুরে ঝাঁপাঝাঁপি
এমন তপ্ত দহন কালে
সদানন্দে সকালে বিকালে।


সবাই যেন কেমন কেমন😢
মজা আনন্দ গান নাই
চলো চলো সেইখানে তে যাই।