আজ চুপিচুপি যদি কিছু বলে "সে"
চুপিচুপি শুনে যেও
আবীর রঙে রাঙাতে চায় যদি"সে"
নাহয় তাঁকেও রাঙিয়ে দিও।
শিমুল বনে যখন লাগবে প্রেম-আগুন  
তার আঁচে বুকে ভ'রো
বেলা বয়ে যেতে দিওনা সখী হে
তরিৎ বেগে কাজ সারো।
"সে" বড় চঞ্চল চটুল নিটোল
তাঁর মুখের মধু হাসি
কত সুন্দরী ব্রজবাসী চপলা নারী
রোজ বলে তাঁরে ভালোবাসি।
ঠমকী ঠমকী চলে "সে" যমুনা-তিরে
বাজায়ে মোহন বাঁশি
কৃষ্ণচূড়া রঙ লাগে তাঁর পীতাম্বরে
আমিও যে প্রেমে ভাসি----