সারাটা দিন আটকে থাকা
বিদ্যালয়ের ঘরে
অনেক পড়া পড়তে পড়তে
মা-কে মনে পড়ে।


পড়লাম তো কত কিছু
মগজে আর রইল কই!
জীবনটা তো কাঁটায় ভরা
পথও সে থই থই।  


নিজের কাজে মত্ত থেকে
উদার শিক্ষা দিলাম কাকে?
সত্য সরল হতে মা তাই
রোজই আমায় বকে।


"জীবনটা তোর অর্ধেক হল
আর শিক্ষা নিবি কবে?  
ছুটির ঘন্টা বাজবে হঠাৎ
তোর ইচ্ছা পূর্ণ হবে"?