প্রভাত সন্ধ্যা হয়ে এল
ছুটির ঘন্টা বাজে ঢং ঢং
ধুসর আকাশ নীল হয়ে
বদলালো তার রঙ।


প্রকৃতি-মা খুশি হয়ে
পড়ল নুয়ে মাটির কাছে
আমি শুধু হাত বোলালাম
আর কি আমার আছে!  


যা ছিল সব পার্থিব ধন
কবেই করেছি পার
এখন আমি উর্ধ্বমুখী
ধনের ধার ধারিনা আর।


কে যেন মুখটি টিপে
হাসছে ক্ষণে ক্ষণে
আমার যা দেবার আছে
এখন থাকুক মনে মনে।


নীলে কে গো মুখ বাড়িয়ে
ডাকছ হাতটি নেড়ে?
যাবই যাব তোমার কাছে
ছুটি নিলাম কেড়ে।