রাত পোহায়নি তবু সরব প্রকৃতি
ঘুমাতুর চোখ রগড়ে নিয়ে কার
অপেক্ষায় যেন উন্মুখর সে......।  
আমিও অন্ধকারময় প্রত্যুষে দাঁড়িয়ে-  
ছিলাম ঠিক তার আসার আশায়।
একে একে পদ্মরা পাপড়ি মেলল...
শালুকরা আড় চোখে দেখছিল আমাকে;
টুপটাপ শিউলির ঝরার শব্দে আর-
তার সুবাসে আমি আকুল হয়েছিলাম।
হঠাৎ কে অদুরদৃষ্টি চেপে ধরল যেন;
তার হাতের স্পর্ষে ফুটল আমার
ভেতরের প্রেম-ফুলের কুঁড়ি গুলো।
দুজনে শিউলি কুড়লাম, আর গলা জলে
নেমে শালুক পদ্মকে চুম্বনে ভরিয়ে
বুকের মাঝে আঁকড়ে ধরলাম......
তার হাতের শিউলি শালুক কখন-
আমার হাতের পদ্মের সাথে মিলে গেল।  
কাশ বন মুখর হল আমাদের মিলন-গানে
আর দুজনার উষ্ম শ্বাসের ঘ্রাণে.......  
  
  


  
-