সুপ্ত মনের গহীনে কত বার ডাক দিয়ে গেছ
সাড়া দিতে একবারও পারিনি
কত সুর গেয়ে শুনিয়েছ আমাকে সারা বেলা
তার মর্ম কিছুই বুঝিনি।


পাখি যেমন সুনীল গগনে উড়ে যায় মাটির
প্রকৃতির মায়াকে ত্যাগ করে!  
আমিও অতি বিভোর ছিলাম স---ব ভুলে
তোমার দরবারী রাগের সুরেসুরে।


আজও বাহার আসে,আসে শরত, বসন্ত
মনে পড়ে তোমার কথা
স্মরণ করলাম তোমাকে কবিতায় প্রিয়তম
আমাকে ভেবে পেওনা অযথা ব্যথা।


জীবনের প্রতিটি পথ বড় পিচ্ছিল কাদা ভরা
তাই বুক কে রেখেছি মরুতে
পিছলে যাবার ভয় নেই আর কোন পথে
আঘাত যে জীবনের শুরুতে!!