মুখোমুখি দুজনে বসে
শরতের সেই বাদল বেলা
কত গান তুমি গেয়েছিলে
যায় কি তা আর ভোলা?  


শিউলির বনে দুহাত ধরে
বলেছিলে" ভালোবাসি"
অশ্রু জলে ভাসিয়ে আমারে
বললে," এবার আসি-----  


আগামী শরতে আসব পুনঃ
হবেনা একটুকু ভুল
তুমি যে আমার বুকের মাঝে
প্রষ্ফুটিত গোলাপ ফুল---"


শরতের বেলা শুধু বয়ে গেল
এলেনা তো আর তুমি
জাননা! প্রিয় বিনা প্রিয়ার শুকায়
প্রণয়ী বক্ষ ভূমি!  


মরু এ জীবনে কি আর আছে
তোমার প্রেম-স্মৃতি ছাড়া
শিউলি রেখেছি সাজিটা ভরে
দাও না গো প্রিয় ধরা!