দীপটা রোজ জ্বালিয়ে রাখি
তুমি আসবে ভেবে
সাবধানে আলোকিত রাখি
কঠিন হাওয়ার বেগে।
রাত্রি যেমন আশায় থাকে  
আসবে ঊষার আলো
দুঃখের হাটে আমিও চাই
বাসতে তোমায় ভালো।
ভীষণ ঝড়ে পৃথ্বী করে
শ্যামল শান্তির আশা
আমিও চাই দোঁহের মাঝে
কাঠুক সব ধোঁয়াশা।
স্বপ্ন যখন ডানা মেলে
সদাই শূন্যে ওড়ে
তোমায় নিয়ে আমিও ভাসি
সকাল সন্ধ্যে ভোরে।