দুঃখ নাকি শুধুই কাঁদায়!
সে যখনই আসে, কিছু শিখিয়ে যায়।


দুঃখ নাকি বুক ভেঙে করে চুরমার!
কলম ধরে কিছু লেখায়, যা হয় দুর্নিবার।


দুঃখ নাকি শুধুই সব ভাসায়!
আবার তরী তে ভর্তি করেও দেয়।


দুঃখ আমাকে প্রেম শিখিয়েছে
প্রেম আমাকে অনেক দিয়ে গেছে।


সুখের সাথে দুঃখ ও থাক
দুজনে দুজনের বন্ধু হয়ে যাক।