আকাশ জুড়ে খুশির হাওয়া
দুঃখ গেল কই!
ফুটপাতে যে সানাই বাজে
নাচে দুঃখীরা থই থই।


খরা নদী ভরল জলে
ন্যাড়া গাছে সবুজ পাতা
সরস মাটি অঙ্কুরিত
ফসলে আসন পাতা।


লাশঘরে লাশ নেইকো আর
শ্মশান হল মন্দির
জেলখানাতে আসামী নেই
মুক্তির আদেশ বন্দীর।


খোড়া উঠে দাঁড়িয়েছে
অন্ধ পেল চক্ষু
নতুন জীবন নতুন আশা
শান্তি পেল মুমুক্ষু।


শূন্য থালা পূর্ণ হল
কে দিল গো অন্ন?
"সেজন" শীঘ্র আসছে ভবে
হবে দুঃখ-জীবন ধন্য।


(এমন দিন আসবে কি কোনদিন?
আসুন, এই দিনকেই কামনা করি)