এখানে দুরন্ত শরত
শিউলির বনে আমি একা
আমলকি পাতা ঝরে পড়ে দেখি
নিজেকে লাগে অসহায় বোকাবোকা।


এখানে নীলরৌদ্র পাখি একা বসে আছে
ঠিক আমার মতো বিরহী মনে
ভোমর পদ্মে খেলা করে যায়
তুমি জাগো বুকে শুধু গানে গানে।


এখানে শিউলি বন ফাঁকা, গাছে ফুল নেই
শিশুর দল সাজি আনেনা করোনার ভয়ে
ফুলকে দলিয়ে যায় দস্যুরা, শিউলি কাঁদে
ওকে তুলব সাজি ভরে দোঁহে, আগমনী গেয়ে।