জীবন এক বনসাই কাঠের বৃক্ষ যেন,  
গোড়াটা শক্ত কাঠ দিয়ে বাঁধান,আর ডালপালা উর্ধমুখো; উড়তে চায়,পারেনা।
আহা! সদাই কুশ্রী নীরসতার সাথে কলহ---
আর সীমাহীন ক্ষুদ্রতার সংঘাত চলছেই--  
রাতের বালিশে জড়ো হয় অযাচিত করাল আঁধার,  
প্রেরিত দুতের মতো দারিদ্র্যরা ঠায় দাঁড়িয়ে,  
এখন মায়া লাগে ওদের ছেড়ে থাকতে,
যেন পোষা মেনি বা ভুলু---


না না হেসোনা বন্ধু, আর একটু শোন,
সুখ চিরদিনই বিয়ের রাতের বর,শ্বশুর বাড়িতে কখনও সখনো দেখা---
ক্রন্দনের সরোবরে পা রেখে আনন্দ সাগর দেখে কিই বা লাভ!
চাঁদটা যার জন্য চেয়েছিলাম, সে একফালি
জোছনাতেই হাসিখুশি;
মন উঁচাটান "তাঁকে"জানার জন্য, আর লোকে ভাবে উচাটন--
দুবৃত্ত্য, শুধু মন নয়, ধনও---
যা জমিয়ে নিয়ে যেতে পারবনা,তাকে  নিয়েই চোদ্দোঘন্টা গন্ডোগোল--
হে বন্ধুবর,তুমি কি উর্ধকেন্দ্রীক!
তাহলে গুটিগুটি পায়ে হেঁটে চলো অভিসারের পথে-----