সে আর আমি এক ফ্লাটে থাকি
এই আমাদের পরম সুখ
নিত্য জীবনের সঙ্গী বলে
ভয়ে কাছে আসেনা দুখ।


সে আর আমি প্রাতকালে উঠি
কাকলীর কলোরবে ভাঙে ঘুম
মিঠেল ভ্রমনে বেরিয়ে পরি
ঘরে এসে লাগে আপিসের ধুম।


এক বাসে ফিরি দুজনে মিলে
কখনও চলে চা বা কফি
হাতে হাত, চোখে চোখ রেখে
সুপ্ত ইচ্ছা কে দিয়ে যাই ফাঁকি।


আমার দুজনা ভূস্বর্গ রচনা
কোরব না ধরণী তে
মদন দেবের পঞ্চশরে মজে
থাকবো না ভঙ্গুর সংসারেতে।


সুনীল গগনে ভাসবো দুজনে
হাসবো প্রতি ক্ষণে ক্ষণে
দুঃখ কে ভয় কোরব না আর
রইবো চঞ্চু মিলিয়ে গানে গানে।