নীল দিগন্ত যখন আবীর ঝিলের উপর
নেমে আলিঙ্গন করে
অপলোকে চেয়ে থাকি,
মাছরাঙা যখন ঠোঁটে মাছ নিয়ে বড়ো ডানা
ঝাপটে উড়ে যায়
আমি অপলকে চেয়ে থাকি--
ছুটির ঘন্টা বাজলে কচিকাঁচার দল হৈচৈ করে
কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি ফেরে
আমিও স্কুল জীবনের কথা ভাবতে থাকি।
কৃষ্ণ চূড়ার পাঁপড়ি গুলো সারা গায়ে মাথায়
ঝরে পড়ে, আমি তোমার কথা ভাবতে থাকি।


আর ভাবি চলমান জীবন কত রূঢ় জটিল
ভালো বাসলেও ভালোবাসা মেলেনা,
কারোকে আপনার চেয়ে আপন ভাবলেও
সে আপন হয়না,
নিজের প্রয়োজনীয় দ্রব্য দান করে দিলেও
মানুষ আজ খুশি হয় না,
সেই মানুষ গুলোর দিকে বিস্ময়ে চেয়ে থাকি;


ভালোবাসা ছাড়া আর এই জীবনে অমূল্য
কিছু নেই ; কারো কেই বোঝাতে পারলাম না,
দিন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে
তাঁর ডাকে যে সাড়া দিতে হবে
অবুঝ রা বোঝেনা,
আমি অবাক হয়ে চেয়ে থাকি-----