পিয়ানো তে সুর তুলি যেই
তোমায় মনে পড়ে
মেঘ মল্লার রাগের ধ্বনি
শুধুই ঘোরেফেরে।


টুং টাং পিয়ানো আর
টাপুর টুপুর ধারা
মধুর সুর মূর্ছনাও
লাগে ছন্নছাড়া।


একতারাটি বুকে ধরে
বিরহেতে বসি
"কোথায় পাব তাঁরে" গেয়ে
কান্না মাঝে হাসি।


ডাহুক-রাও সুর তুলেছে
ডাহুকী কে ডেকে
তোমায় চেয়ে আমার মনও
ডাকছে থেকে থেকে।


একতারাতে সুরটি পেলাম
পিয়ানো তে গান
পাশে এসে জুড়াও নাগো
বিরহিত প্রাণ।