একতারার তার যখনই কেঁপে ওঠে
মনটা বড় উতলা হয়ে যায়
রাস্তায় বা মাঠে আমায় ঠাঁই দেয়নি পৃথিবী
চঞ্চল মন তবু বাউল হতে চায়।
খমকি ঘুঙুর সবই তো ছিল, ছিলনা শুধু
বাউল হবার একজন মানুষ
যে লিখিত গান গুলো শুনে ভাবেই হত
উদাস পাগল বেহুঁশ।
হ্যাঁ আমি চঞ্চল, বড় চঞ্চল, পথ চলতে
চিরকাল বড় ভালোবাসি  
মোহ আসক্তির সাথে যুদ্ধ চালাতে
দৃঢ় ধারাল করি মনের অসি।