অবিনশ্বর প্রেম
বুকে প্রজ্জ্বলিত হেম
নিভতে চায়না
মনের রকমারি বাহানা।


চুপচাপ বসে থাকা
ভাবনাটা মধু মাখা
প্রজাপতির পাখনা  
তবু উড়তে জানেনা।


প্রেম স্বর্গ থেকে আসে
পড়লেই লোক ফাঁসে
কাছে পাবার আশা
আর মধুর ঘর-বাসা।


ইচ্ছে নিহারীকায় দুলতে
চাঁদের সাথে খেলতে ,
ধুর জনমই বৃথা
কে বোঝে মনের কথা?