মাঝে মাঝে খুব কাঁদতে ইচ্ছে করে
কেন তাও জানিনা,
স্মৃতির বাতায়ন যখন খুলে যায়, মনে পড়ে অনেক কথা ; হাসি কান্না মেশান গজল--
আবার হাসতে ইচ্ছে করে, ঠিক পাগলের মতো, সুখ! নাতো, চাইনা তো বেশি!
ও তো নাগরদোলা, ওঠায় নামায়,কাঁদায় হাসায়, খেলে চলে লোকচক্ষুর আড়ালের খেলা---
লাস্যময়ী ভাগ্যদেবী, দীন কে দেখে হাসেন আর ধনী কে দেখে মজায় মাতেন;
বুদ্ধিমান রা ভাগ্যদেবী কে তোয়াক্কা করে না
আমিও করিনা ;দাও ভালো, না দাও আরও ভালো;  
উপল খন্ডের উপর যে নামটা শিশিরে ভিজে রোদে পুড়ে কাঁদে,সে কখনো আনন্দের ঝুলিও খোলে; মেতে উঠি মাঝে মধ্যে--
আর কি! জীবন নামের লোকটা বড়ই কাঙাল, ভালো করে বাঁচতে চাইলেও পারেনা, আবার মরতে ইচ্ছে করলেও পারেনা-----
তবুও জীবন লোকটা চলে, চলাই যে ধর্ম।