এমন হালকা হিমেল রাতে
হাতটা রেখে হাতে
গেয়েছিলে গান
তোমার উষ্ণতা
জুড়িয়ে দিল ব্যথা
জাগল প্রাণে প্রাণ।


সেই রাতের শোভা
এনেছিল কনক প্রভা
দুজনে ছিলেম প্রেমে মত্ত
আজকে ভেবে হাসি
নয়ন জলে ভাসি
মাননি তুমি শর্ত।


সেদিনের চাঁদের ছটা
ঘড়ি দেখাল "ন" টা
তোমার যাবার পালা
বোঝনি অবলা মন-কথা
বিচ্ছেদের ব্যর্থতা
বুক যে হল ফালাফালা।


হিমেল চাঁদনী আসে
রাঙা ঠোঁট হাসে
তুমি কি ভাব আমায়!
অনেক নিঠুর রাত
ভেঙেছে বরাত
তবু মন ডাকে যে তোমায়।