(এই কবিতাটি আজ ভারত বাংলাদেশ মৈত্রী সন্মেলনে
বলেছিলাম। তবে আমার বলাটা সুন্দরতম হয়নি। )


এপার বাংলা ওপার বাংলা
মাঝখানে তাঁরকাটা
তবুও চলে আমাদের
কাব্যে পথ হাঁটা...


এপার পাখি ওপার পাখি
কানে ভাসে গান
যতই বেড়া দিকনা লোকে
আমরা জুরাই প্রাণ।


এপার নদী ওপার নদী
মধ্যিখানে বোঁট
একই ছবি দুপারেতে
তবুও ভিসার জোট!  


মাতৃভাষা এক আমাদের
সবাই বাঙালি
এক মননে আমরা চলি
চলুক মিতালী।


কেন এমন ভাগটি হল
বলতে পারো কেউ?
প্রশ্নটা যে চিরকালই
বক্ষে তোলে ঢেউ।


উত্তরটা পাবনা আর
নাইবা খুঁজে পেলাম
দুই বাংলাই ‘মা’-সকলের
‘মা’-কে জানাই সেলাম।