কোমল কুসুম ফুল্ললিত কাননে
ডান হাতাটির উপর রক্তাভ কপোল
রেখে শ্রীমতী দুলছে দোলায়---
কোথায় তাঁর শ্যামসুন্দর! কোথা গেছে যে
তার ঠিকানাও অজানা শ্রীমতীর---
নয়ন যুগল নীমিলিত, খোঁপা খুলে কুন্তল
আলুলায়িত, একমনে স্মরিছে প্রাণ বল্লভেরে।

এসো সখা এসো,তোমার তরে সাজিয়ে রেখেছি তাম্বুল, চন্দন চর্চিত বাঁশি, আর
শিউলি বকুলের বৈজয়ন্তী মালা--
সুখ সারী গাইছে মঙ্গল গীত,চামর দোলায়িত ললিতা ইতিউতি চাইছে শুধু
মাধুরী সাজায় পূজার অর্ঘ্য--
ইন্দুমুখী নেচে নেচে ওঠে বারবার--
শীরাধিকার অশ্রু জলে আরও এক যমুনা
যেন যমুনায় মিলতে চলেছে ---
হায়রে প্রেমের বিষ জ্বালা!  
হায় মিলন পিয়াসী বুক! ভেঙে যে খানখান
আজ রাই- এর মর্ত্যে আবির্ভাবের উৎসব
কানাই আসবে বলে অপেক্ষিত ব্রজ ললনা রা
কানাই কানাই এসো ব্রজলাল ঠ্যারো শ্রীমতীর পাশে----


( আজ রাধাষ্টমী। শুভেচ্ছা জানাই সবাইকে)