জীবন শর্তহীন, কে যাব কে থাকব, তার হিসেব ধূলির ধরাতে নয়,
হিসেবের মালিক উর্দ্ধমুখী চাহিদায় সব বিচার করেন শেষ দিনে ;
যদি  তিনি জিজ্ঞেস করেন, কর্ম কি!
দয়া দান দমন-- হবে হয়ত উত্তর,
দয়া-- ভীষণ ভীষণ আঠালো বস্তুর মতো সর্বাঙ্গে জড়িয়ে, পরদুঃখে অনাবিল অশ্রু,
দান--নিঃস্ব,তবুও হ্যন্ড ল্যাভিশ-দরাজ হস্ত
দমন-- কিঞ্চিৎ, কারণ হৃদ-সম-জনকে
কাছে পেয়েছে মানুষ খুব কম,
হিসেবের খাতা হেসে উঠবে না জানি;
যদি বলি,অপ্রাপ্য কে প্রাপ্য করতে তো তিনি দরাজ হস্ত নন!


যে এসেই চলে গেল, তার হিসেব তিনি কি দেবেন? কেন গর্ভপূরে এসে চলে যাওয়া!
জগৎ জিজ্ঞাসায় উত্তর, ওর অতটুকুই কর্ম,
যে জগৎ জলসা ঘরে গাইতে না পেরে স্বেচ্ছামৃত্যু বেছে নিল! কেউ তার রুদ্ধ বুকে জমা একটি কথাও জানল না!
কেন জানল না! কেন সেই স্বজন এসে তাকে বাঁধা দিল না!
জানি, উত্তর ওই একই,'সময় ওর শেষ',
উত্তরে মন বুক কি ভরল! না না না--
মৃত্যুই শেষ কথা জানি, তবে----
থাক, আর লিখব না---
এ প্রসঙ্গ বড় বিতর্কের---
শেষ মিলবে কি!!!