ফুলের ফাগুন এসেছে আজ
বসন্ত দিয়ে যায় উঁকি
অধরা হয়ে নিচ্ছি গুছিয়ে
জীবনের টুকিটাকি।


কোকিল এখনো সুর তোলেনি
হাসেনি লাল কৃষ্ণচূড়া
আবেগ শুধু সায় দিয়ে যায়
মন উদাসীনতায় ভরা।


ভ্রমর গুনগুন গান তোলেনি
কচি লেবু ফুল মাথা নাড়ে
আহূত সবাই বসন্ত মেলায়
অনাহূত রাখি জীবন যন্ত্রণারে।


ফাগুন আসে ফাগের থালা নিয়ে
ফাগ-মন নাচে ভেতরে
হৃদ খানি নাচে অতি আহ্লাদে
দেহ কাঁদে যেন কাতরে।