আমরা যেন ফাগুন রাতের
রাত জাগা দুই তারা
ঝিঁঝিঁর ডাক আর ফুলের সুবাস
ঝিম-চাঁদের ইশারা।


আম্র কানন আধো ছায়ায়
একটু খানি দোলে
মুকুল রা সব নাক উঁচিয়ে
অনেক কথা বলে।


তাঁর সুঠাম কর পাণি দ্বয়
আঙুল চেপে ধরে
ফাগুন সুবাস দোঁহার দেহে
আপনি ঝরে পড়ে।


চাঁদ চলে যায় গভীর রাতে
মেঘের ভেলায় চড়ে
তারা রা সব চেয়ে থেকে
বসন্ত-গান ধ'রে।  


কখন যেন ঝিমুনি এল  
এক হল দুই কায়া
মিটিয়ে দিল ফাগুন রাতের
ছিল সুপ্ত যত চাওয়া।