ফাগুন যাবার আগে গেছিল
আমায় বলে
রঙ দিয়ে গেলাম তোমার আঁচলে।
পারো যদি দিয়ে দিও রঙ, নেই যার
ধুসর মনে
আসব আবার সেই শুভ ক্ষণে।  
ভেবনা ফাগুন মলিন হয়ে যায়
কভু বেদনায়
ফাগুনের বিরাজ সদা মন-আঙিনায়।
রাঙিয়ে দিয়ে গেলাম সবার চিত্ত  
ঠিক তব সাথে
স্মরিও আমায় চাঁদ তারা ভরা রাতে।