ধন আর রূপের আগুন জ্বালায় দ্বিগুণ
পরিশেষে আর কিছু নাই
ভুঁই তে চেপে,আগুনে পুড়ে সব ছাই।


তার লাগি রাতি দিবা অহমের প্রভা
বাড়িয়ে চলে মত্ত মানুষ
একবারও ফেরেনা মানবতার হুঁশ!


আজ আছে সুখ কাল আসে দুখ
তাঁর নিয়ম ভুলে থাকা
একদিন মনে হবে ফাঁকা সব ফাঁকা।


জনস্রোতের ফাঁকে দেখ 'সে' ডাকে
চিনতে তাঁকে পার কি!
দেহ অসার হবে ,আত্মা বলবে,'ফাঁকি সব ফাঁকি'।