ফাল্গুনী গগনে তে
একাদশী চাঁদ
অকারণ বিরহে তে
ঘটে পরমাদ।


ঝিরি ঝিরি বহে হাওয়া
শীত শিহরণ
কার মানা কে শোনে
উতলা পবন।


ফুল্ল কুসুমিত
ছাদ চারিধার
তার মাঝে একা আমি
কারো ধারিনা ধার।


কে প্রিয়, কে প্রিয়া
প্রেম কাকে বলে!
একা একা চলে যাবো
হাত "সে" বাড়ালে।