কত মধু নিশি
এসে ফিরে যায়
রূপালী জোছনা
কেঁদে ফিরে হায়!
তবু কেন কানাই-এর
দেখা আর মেলে না
রাধা রাধা নাম ভুলনা
হায় শ্যাম রে, রাধা নাম
তুমি ভুলনা-----।।
মনে কি পড়ে প্রভু
এসেছিলে ব্রজে কভু!  
সখা সখী নিয়ে সেথা
বেঁধেছিলে ঝুলনা!  
রাধা নাম তুমি ভুলনা।।
দখিণা রাত
হাসে গগনে চাঁদ
যমুনার পারে
কাটায় কে অবসাদ?।।
তুমি এলেনা বলে
চাঁদ কেঁদে গেল চলে
বিরহিনী রাধারাণী
কেঁদে কেঁদে পাগলিনী
তুমি প্রভু ফিরে এসে
তাঁরে কোলে তোলনা
রাধা রাধা নাম ভুলনা।।      
                          



(গতকাল আর আজ রাশপূর্ণীমা ছিল।
তাই আমার ভক্তি নিবেদন একটি গান।
অসুস্থতার জন্য কারো পাতায় যেতে পারছি না।  তাই কমেন্টবক্স বন্ধ রাখলাম বন্ধুগন।সবাই ভালো থাকবেন।)