উপল-পাথর ভালে ফুল ফোটে প্রতিদিন,
কোন মালি তাতে জল দিয়ে যায় রোজ!
তাঁর হাসিতে সুগন্ধি ছড়ায় , আমি হই বিলীন।


সে এক ফুল বাগিচা, বসন্তে নাচে চঞ্চল বুলবুল,
কোকিল ময়না টিয়া মাতিয়ে যায় গানে গানে
বিদগ্ধ মন হৃদয় আর মস্তিষ্ক হয় শীতল আকুল।


সেই বাগিচায় জানি " সে" আসে প্রাত কালে,
শ্রী চরণ ফেলে, ধ্বনি শুনি বধির কর্ণ কুহরে
চুম্বন আঁকে তৃষিত দলিত শুকনো দুখানি গালে।