উপাল ভালে ফুল ফোটে রোজ
মালি জল দেয় কই!
হৃদয়ের সব আবেগের জলে
মন-মাটি থই থই।
ঝড় আসে রোজ না দিয়ে সাড়া
উথাল পাথাল বুক
প্রাণ সম নাও নিজে সামলাই
যত করে ধুকপুক।
শান্তি প্রেম গান শুনিয়ে যায়
মৃত্যু রা রয় দূরে
একা তাঁকে নিয়ে বাহার গাই
আপনারই সুরে সুরে।


(উপাল অর্থ পাথর)