কালবৈশাখী হারিয়ে গেছে
মরু সাহারায় কাঁদে
তাকে দেখে ফতেআলি মিয়া
উর্দু গজল বাঁধে।


মেঘ রা সব প্রতিবাদ করে
আকাশে বড়ই জটলা
দূষণ কেন পৃথিবী জুড়ে
নীল হবে না মেঘলা।


বাতাস থমকে দাঁড়িয়ে আছে
টর্নেডো হয় শূন্যে
বিশ্ববাসীর মিথ্যে শুনে শুনে
মমতা গেছে নগন্যে।


বৃষ্টি বলে," ঝরব না আর
বেঈমানদের দোরে
সমতা সত্যে আসুক মানুষ
স্নিগ্ধতা দেব ভরে"