হাসি হাসি মুখখানা
দেখতে যে বেশ
তবু কেউ হাসেনা যে
বলি কাকে "বেশ"!  
হাসি হাসি মুখ দিয়ে
কত কাজ হয়
মানুষ তা বোঝেনা
হাসতে যে ভয়।
হাসি হাসি মুখ নিয়ে
রঙ্গমঞ্চে চলা
হাসিতেই ভালোবাসি
এইটুকু বলা।
হাসি মুখে বলা যায়
যত কিছু মনে জমা
হাসিতেই কাৎ হয়
গহিনের কালিমা।
নাম মোর হাসি যে
প্রেমের পিয়াসী
হাসি দিয়ে বলে যাই
তোমাদের বড় ভালোবাসি।