ফুলঝুরি বৃষ্টি তে হাঁটতে হাঁটতে
তোমার নিবাস খুঁজে বেরাই,
এখনও কি তুমি ওই ঠিকানাতেই আছো?
না কি কাল পতনের বিবর্তন কে মানিয়ে নিতে না পেরে ঠিকানা বদলেছ?
আমি কিন্তু এখানেই আছি; কারণ, কালের উত্থান পতন কে মানিয়ে নিতে হয়,
তার বিচ্ছেদ ধংসকেও দেখতে হয়।
তোমার নিউরো প্রবলেম ছিল, তাই কুশল খবর নিতেই অনাহূত এই পথ চলা--
জানো, সেই বকুল গাছটা এখনো অনেক ফুল দেয় আমার আঁচল ভরে,
ওর অপ্রকাশিত নীরব ভাষা বুঝতে পারি আমি ; ও তোমাকে খুঁজে বেরায়,
ঠিক আমার মতো করেই।


না না, আমি বিদীর্ণ, হতাশ, বিদ্রোহী নই,বরং তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে জগৎ কে ভালো করে চিনতে শিখেছি,
কাদা ভরা বুক কি করে শক্ত পাথর করতে হয় তাও শিখেছি,
শুধু শিখতে পারিনি কারোকে আঘাত দিতে, আর স্বার্থান্বেষী দৃষ্টিকোণে পৃথিবীকে মেপে নিতে----