দু হাতের তালুতে চোখে জল মুছে
সামনে এগিয়ে চলে রিহাণ,
যে পথ পেরতে চার মিনিট, তা যেন
ওর কাছে আজ চার ঘন্টার পরিক্রমা;
শান্তি আর এক বুক আশা নিয়ে যার কাছে
এতদিন আনন্দে মাতোয়ারা ছিল:
কিছুক্ষণ আগে সে জানিয়ে দিলো, "ভালোবাসা আসলে অনেকটা ধুমকেতুর মতো
হঠাৎ এসে পুনরায় বিলীন হয়ে যায়"
ব্যস, রিহাণ বুদ্ধিমান; বুঝতে দেরি হল না কিছু; নুরজা তাকে পরিত্যক্তর গভীর
খাদে ফেলে দিয়েছে---


না, এখানেই শেষ নয়,
রিহাণ ভালো থাকার আপ্রাণ চেষ্টা করে যাবে,
ভালোবাসা শুধু মাত্র একজনের কাছ থেকে
পাওয়া সম্পদ নয়, ভালোবাসা সার্বজনীন,
সে তার চতুর্দেয়াল ঘেরা প্রেম বিলিয়ে দিতে চায়
অগণিত অসহায় মানুষের মাঝখানে---
"নুরজা ভালো থেকো, তুমি পদাঘাত না দিলে
আমি অনন্ত কে চিনতে পারতাম কি?????