হতভাগ্যদের খুঁজে পেতে গেলে
পৃথিবী নামক গ্রহ তে খুঁজতে হবে;
ঘর্মাক্ত রক্তিম অবগুন্ঠিত কলেবর
তবুও হার মানা নেই ভাগ্যের কাছে।


ভাগ্য তো এক ঘুর্ণায়মান নাগরদোলা
কাকে নামাবে, কাকে কখন ওঠাবে,
তা না জেনেই মরু বোন্ধুর পথ চলা;
পথের আবার সমাপ্তির খোঁজ কেউ জানে না।


হতভাগ্যদের দল ব্যতীত কবি কি নিজে?
একটা কবিতা লিখলে, অচম্বিতে হারিয়ে যায়,
ব্যথীত অঙ্গুলি পুনরায় চলতে চায়না,
কবিতা তবুও অনুরোধ করে পুনরায় লিখতে।


(গতকালের একটি কমেন্ট পূর্ণ সুন্দর
কবিতা ডিজিটাল গোলযোগে হারিয়ে গেছে)