চঞ্চল মন-স্রোত মাঝে
ভাসছে একখানি মুখ
আমাকে দেখতে উৎসুক।


নয়ন যুগল শুভ্রসমুজ্জ্বল
বিরহে করে টলটল...
প্রেম স্ব-নিয়মে আটল...


হায় চিরজীবী প্রেম....
তোমাকে স্রষ্টা বলেছেন
বিরহতেই হাসতে হেম!  


তুমি দুঃখই দিয়েছ...  
মানুষকে আচ্ছন্ন করেছ
মাদকতায় মন মজিয়েছ।


পাওয়া আর নাপাওয়ার
কে করেছেগো ধার !
তুমি দুঃখ পারাবার...।  


বাজে অনন্তের বাঁশি
তাঁর সু-মুখে মধুহাসি...
বলে,’’ভালোবাসি ভালোবাসি’’।